শেষ রক্ষা আর হলো না। তারিক কাজীকে ছাড়াই ভুটানের বিপক্ষে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে হবে বাংলাদেশকে। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে পাওয়া চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন এই সেন্টারব্যাক। তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে আর পাচ্ছে না বাংলাদেশ।
তারিকের না খেলার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৩-১ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটি করেন তারিক। এর কিছুক্ষণ পর বাঁ পায়ের গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন। দলের সবাই যখন মালদ্বীপের বিপক্ষে জয় উদযাপনে ব্যস্ত তখন তারিখ ছিলেন হাসপাতালে। যদিও রিপোর্টে বড় কিছু ধরা পড়েনি তবুও ঝুঁকি না নিতে গতকাল ও আজ অনুশীলন করেননি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ডাগআউটে বসেই থাকতে হচ্ছে।
আজ বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয় না ড্র দরকার হবে, তা জানা যাবে বিকালে হয়ে যাওয়া লেবানন-মালদ্বীপ ম্যাচের পর।
ভুটানের বিপক্ষে তারিকের জায়গায় রাইটব্যাক থেকে বিশ্বনাথ ঘোষকে একাদশে নিতে পারেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
এছাড়া বিশ্বনাথের জায়গায় রহমতও খেলতে পারেন ভুটানের বিপক্ষে।


