বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই সহ অধিনায়কের চরিত্র হাওয়া হয়ে গিয়েছিল। তিন ফরম্যাটেই কোনো ডেপুটি ছাড়াই খেলতে হতো অধিনায়কদের। তাই দলনেতা কোনো কারণে চোটগ্রস্ত হলে তার বিকল্প কে হবে তা নিয়ে চলতো নানা আলোচনা-সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে সরে আসছে সেই অবস্থান থেকে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় চলতি সিরিজে আফগানদের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। তবে ওয়ানডেতে সহঅধিনায়ক লাগবে না- এমন অবস্থানেই ছিল বিসিবি। যেটা প্রকাশ পায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায়ও।
ওয়ানডে সিরিজ শুরুর আগে কোচ বলেছিলেন সহঅধিনায়কের কোনও প্রয়োজন নেই। তবে অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে থাকায় নতুন করেই ভাবতে হচ্ছে বিসিবিকে। আফগানদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে লিটনকেই সহঅধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গতকাল দৈনিক মানবজিমনকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সিরিজে (আফগানিস্তান) সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস।’
অন্যদিকে টেস্টে দীর্ঘ মেয়াদে লিটন সহঅধিনায়ক থাকলেও কেন ওয়ানডেতে নয় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘আসলে সহঅধিনায়ক আমরা দীর্ঘ মেয়াদে ভাবছি না। এটি আমরা সিরিজ বাই সিরিজ চিন্তা করবো।’ তবে দীর্ঘ মেয়াদে সহঅধিনায়ক থাকলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। একজন প্রস্তত করতে পারে নিজেকে যে কোনও মুহূর্তে দলের নেতৃত্ব দিতে। হঠাৎ করেই দায়িত্ব পেয়ে হয়তো মানসিকভাবে দলকে নেতৃত্ব দেয়া যে কারো জন্যই কঠিন হবে।
অন্যদিকে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রধান কোচ হাথুরুসিংহে বলেছিলেন, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সমপ্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। তো আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’ এছাড়াও অধিনায়ক তামিম এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছিলেন, ‘এটি আসলে বোর্ডের বিষয়। তারাই ঠিক করবে কে হবেন অধিনায়ক বা সহঅধিনায়ক। সত্যি কথা বলতে এটিতে আমার বলার কিছু নেই।’
অবশেষে বিসিবি নড়চড়ে বসেছে। এর কারণও আছে। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন তিনি শতভাগ ফিট নয়। এরপরও তিনি প্রথম ম্যাচে খেলবেন। আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আনফিট অধিনায়কের খেলা নিয়ে শুরু হয় নানা প্রশ্ন। এ বিষয়ে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ওয়ানডে অধিনায়কের এমন মন্তব্যে তার মেজাজ খারাপ হয়েছে। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন তামিমের এমন বক্তব্যে চটেছেন প্রধান কোচও।
এ নিয়ে নাকি হাথুরুসিংহে প্রায় আধঘণ্টা বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আনফিট তামিম ২১ বলে ১৩ রান করে আউট হন। খেলার সময় তার শরীরী ভাষাও সাবলীল ছিল না। তামিম পরের দুই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদি এমন হয় তাহলে বিকল্প তৈরি রাখতেই লিটনকে এই সিরিজের জন্য সহঅধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


