চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না। জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আবারো আরেকটি অবৈধ ভোট চুরির আয়োজন করেন দেশের মানুষ সেটা করতে দেবেনা। ভোট চোরদের এরমধ্যেই চিহ্নিত করেছে দেশের মানুষ।আওয়ামীলীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে। তাই আগামীদিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।
তিনি সোমবার (১০ জুলাই) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে আন্দোলন সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম শাহনুর সিদ্দিকী টিটুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, খুলশী থানা বিএনপি নেতা আমান উল্লাহ আমান, পাহাড়তলী কলেজের সাবেক জিএস হাসান আল মামুন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন কাদের। উপস্থিত ছিলেন মহানগর জিয়া মঞ্চের সি. যুগ্ম আহবায়ক লায়ন বদিউর রহমান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ, ফজল আমিন ডিসি, বরকত উল্লাহ টিপু, কাজী হাসান, শামসুদ্দিন শামসু (দপ্তর দায়িত্ব), নুর করিম লিটন, হারুনুর রশীদ বাবলু, সদস্য রাজু মল্লিক, আলাউদ্দিন, খুলশী থানা জিয়া মঞ্চের আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব আবদুল্লাহ বিকি, পাহাড়তলী জিয়া মঞ্চের আহবায়ক মো. ফারুক, সদস্য সচিব মো. ইমরান, হালিশহর থানা জিয়া মঞ্চের আহবায়ক আবদুল মান্নান, সদস্য সচিব ঈসমাইল হোসেন, বায়েজিদ থানার আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আলমগীর মাহমুদ প্রমূখ।


