চাঁন্দগাও থানা বিএনপির প্রস্তুতি সভায় আবু সুফিয়ান
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ জনগণের নির্বাচিত সরকার নয়। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তারা গণতন্ত্রকে হত্যা করে গোটা জাতিকে খন্ড বিখন্ড করেছে। দেশে চলছে এক ভয়াল নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজকে সরকারের অবস্থান দেশেও নাই, বিদেশেও নাই। আমরা সরকারের পতনের দাবিতে আন্দোলনে আছি। আমাদের বিজয় খুব কাছাকাছি। এক দফার আন্দোলনেই এই সরকারের পতনের ঘণ্টা বাজবে।
তিনি বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে চাঁন্দগাও আবাসিকের বাসভবন প্রাঙ্গণে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষে চাঁন্দগাও থানা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে সারাদেশে এক দফার আন্দোলন শুরু হয়েছে। সেটা আরো বেগবান করতে হবে। আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন হবে। আগামী রবিবার চট্টগ্রামে মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বীর চট্টগ্রামের মানুষ এই মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।
চাঁন্দগাও থানা বিএনপির সি. যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও চাঁন্দগাও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেনের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. বখতেয়ার, জসিম উদ্দিন, মসিউদদৌল্লাহ জাহাঙ্গীর, চান্দগাও থানা বিএনপি নেতা হাজী ইলিয়াস শেকু, হাজী আইয়ুব আলী, ইলিয়াছ আলী, আবু বক্কর, এস এম মোশাররফ উদ্দিন, মন্ছুরআলম, সালামত আলী, মো. আলমগীর, মো. মিয়া, নুরুন্নবী, মো. ইউনুছ, সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা শাহেনেওয়াজ চৌধুরী মিনু, ইব্রাহিম ফরাজী, আরিফুল ইসলাম, আবদুস সাত্তার মুন্সী মহানগর যুবদল নেতা নুরুল আমিন, সাইদুল ইসলাম, নাছির উদ্দিন, চান্দগাও থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, সদস্য সচিব শহিদুজ্জামান, চান্দগাও ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, পুর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সি. যুগ্ম আহবায়ক মো. এসকান্দর, চান্দগাও থানা ছাত্রদলের আহবায়ক আবদুর রহমান আলফাজ প্রমুখ।


