চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, এক দফার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করার আন্দোলন শুরু হয়ে গেছে। সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না। জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার যদি আবারো একটি অবৈধ ভোট চুরির নির্বাচন করেন দেশের মানুষ সেটা করতে দেবেনা। ভোট চোরদের এরমধ্যেই চিহ্নিত করেছে বাংলাদেশের মানুষ। তাই সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে গিয়েছে। আওয়ামীলীগ রাজনীতিতে অসহায় হয়ে গেছে।
তিনি বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে অক্সিজেন কয়লার ঘরস্থ বিএনপি নেতা শামসুল আলমের বাসভবন প্রাঙ্গণে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বায়েজিদ থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের মানুষের চোখ থাকবে। তাই হারানো গণতন্ত্র ফিরে পেতে যেকোনো মূল্যে এই সমাবেশ সফল করতে হবে। সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের প্রস্তুতি নিতে হবে। বায়েজিদ থানার নেতাকর্মীদের সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের আন্দোলনকে বেগবান করতে হবে।
বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও বায়েজিদ থানা সাংগঠনিক টিম প্রধান শফিকুর রহমান স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ, সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম, জিএম আইয়ুব খান, সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সহ সভাপতি মফজল আহমেদ কোম্পানি, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইউছুপ, নুরুন্নবী মিলন, আজগর হোসেন আজু, শাহাদাত হোসেন চান মিয়া, সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী মো. ইলিয়াছ, জালালাবাদ ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বেলাল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম, জালালাবাদ ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুন আলম, সি. সহ সভাপতি আবুল কালাম আবু, এস এম মহসিন, সি. যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু, ওয়াহিদুল আলম, সিরাজ পাশা, সহ সভাপতি মাঈন উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ হাসান বাপ্পা, বায়েজিদ থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব কাজি মহিউদ্দিন, বায়েজিদ থানা ছাত্রদলের আহবায়ক এস এম নোমান, চট্টগ্রাম মহানগর যুবদলনেতা এম আর খান ফারুক, বায়েজিদ থানা যুবদলের সদস্য মো. রুবেল, আমিন প্রমুখ।


