হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ঝিম লাগা বা মাথা ঘোরানোর কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে আল জাজিরা বলছে, তিনি পানিশূন্যতায় ভুগছেন বলে মনে করা হচ্ছে। শনিবার তার অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে শেবা মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। সেখানে তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষা চলছিল। হাসপাতালের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তার অফিস বলেছে, নেতানিয়াহু সি অব গ্যালিলি পরিদর্শনে গিয়েছিলেন শুক্রবার। এটি হলো ইসরাইলের উত্তরাঞ্চলে জনপ্রিয় একটি অবকাশ যাপন কেন্দ্র। ইসরাইলে এখন গ্রীষ্মকাল। চলছে তাপদাহ।
তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে উঠানামা করছে। বিবৃতি অনুযায়ী, নেতানিয়াহু শনিবার হালকা মাথাঘোরা অনুভব করতে থাকেন। ফলে তার চিকিৎসকরা পার্শ্ববর্তী তেল আবিব শহরে শেবা মেডিকেল সেন্টারে নেয়ার নির্দেশ দেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় ফল স্বাভাবিক পাওয়া গেছে। কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি। তবে আরও কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে থাকার সুপারিশ করেছেন চিকিৎসকরা।


