রাউজানে অজ্ঞাতপরিচয়ের এক ভিক্ষুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে পৌরসভার রাউজান আরআরএসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গ্যালারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ষাটোর্ধ্ব ওই মরদেহটি একজন ভিক্ষুকের উল্লেখ করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্বাভাবিক মৃত্যু হওয়ায় মরদেহটি দাফনের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখাকে দিয়ে দেওয়া হয়েছে। পরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি গণকবরস্থানে দাফন করা হয়।


