ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না দেয়ায় অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিনের নেতৃত্বে রাজধানীর নয়াবাজারে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সকাল ১০ টার পরেই তাদের অবস্থান নিতে দেখা যায়।
মোস্তফা জামাল মহিউদ্দিন মানবজমিনকে বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঘোষণা অনুযায়ী আমরা এখানে অবস্থান নিয়েছি।
আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে তবুও কেনো অবস্থান নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমি এটা শুনিনি।
এদিকে সরকার পতনে একদফা দাবিতে ঢাকায় আজ বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে নয়াবাজারে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ, বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন।
বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


