সরকার পতনের একদফা দাবিতে আগামী ৯ই সেপ্টেম্বর রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল করবে বিএনপি। আজ ওই গণমিছিলের রোডম্যাপ ঘোষণা করেছে দলটি। শনিবার বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হবে রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে। সেখান থেকে গণমিছিল আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হবে। ওদিকে একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হবে কমলাপুর থেকে। এরপর গণমিছিল পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হবে। দুটি গণমিছিল নয়াপল্টনে জড়ো হওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা।
রাজধানীতে গণমিছিলের রোডম্যাপ জানালো বিএনপি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


