শফিউল আলম, রাউজানঃ রাউজানের পাহাড়তলী থেকে পুলিশের অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক। গত ৯ অক্টোবর বিকাল ৩ টা ২০ মিনিটের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান চুয়েট পুলিশ ফাড়ীর ইনচার্জ জয়নাল আবেদিনের নেতৃত্বে একদল পুলিশ পাহাড়তলী চৌমুহনী বাজারের আল মক্কা মাকের্েেটর নিচে আন্ডার গ্রউন্ডে সব্জি মার্কেটে আলম ষ্টোরের সামনে থেকে সন্ত্রাসী মোঃ রাহাতকে আটক করে। সন্ত্রাসী মোঃ রাহাতকে আটক করার পর তার দেহে তল্লাসী করে একটি দুনলা বিশিষ্ট দেশীয় তৈয়ারী বন্দুক ১রাউন্ড কার্তুজ উদ্বার করেন । পুলিশের অখিযানে অস্ত্রসহ আটক সন্ত্রাসী মোহাম্মদ রাহাত (১৯) পাহাড়তলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেওয়ানপুর এলাকার বাসি›দ্বা সেলিম উদ্দিনের পুত্র। সন্ত্রাসী মোঃ রাহাত দীর্ঘদিন ধরে পাহাড়তলী ইউনিয়নের মহামুনি তাহের মোহাম্মদ তালুকদার বাড়ীতে বসবাস করতো । এঘটনার ব্যাপারে সন্ত্রাসী মোঃ রাহাতের বিরুদ্বে চুয়েট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন । রাউজান থানার মামলা নং-০৩, তাং-০৯/১০/২০২৩ইং, । এব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, অস্ত্রসহ আটক সন্ত্রাসী মোঃ রাহাতের বিরুদ্বে অস্ত্র আইনে মামলা রুজু করার পর গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার সন্ত্রাসী মোঃ রাহাতকে আদালতে সোর্পদ করা হয়েছে ।
রাউজানের পাহাড়তলী থেকে পুলিশের অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


