অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ হওয়ায় চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার জামালখান ওয়ার্ডে দেওয়ানজী পুকুর পাড়স্থ ওয়াএনটি সেন্টার কনভেনশন হলের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। মেয়র বহুতল বাণিজ্যিক ভবন গড়লে অবশ্যই পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা রাখার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুগুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ, এরশাদ মাহমুদ, খালেদ মাহমুদ, সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন (রনজু)।


