মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন কয়লার ডিপু এলাকায় অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ছায় হয়ে গেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কয়লার ডিপু এলাকার সুজন দাসের ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অগ্নিকান্ডে বসত বাড়ি ও বাড়ির আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


