গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলার পুঠিয়ায় প্রকাশ্য সমাবেশে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং অবিলম্বে হুমকীদাতা ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ২৮ মে ২০২৩ বেলা ১১ টায় চবি বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে যোগদান করে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, পরিসংখ্যান বিভাগের প্রফেসর মোঃ এমদাদুল হক, চবি উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবীর, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভগের প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী, চবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলী আরশাদ চৌধুরী, শিক্ষক সমিতির নির্বাহী সদস্য প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি), অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব দেবাশীষ কুমার প্রামাণিক।
মাননীয় উপাচার্য তাঁর বক্তৃতায় চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, একটি পরাজিত শক্তি কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। একটি স্বাধীন দেশে এ ধরণের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কখনও মেনে নেয়া যায় না। তিনি বলেন, এ সকল হুমকিদাতা দুস্কৃতিকারী এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মাননীয় উপাচার্য আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশলক্ষ প্রাণের বিনিময়ে এবং দু’লক্ষ জায়া-জননী-কন্যার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা একটি কুচক্রীমহল কর্তৃক যাতে কোনভাবে নস্যাৎ হতে না পারে তারজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করার আহবান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রাণনাশের হুমকির তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য, গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে দেশ যখন উন্নয়ন-অগ্রগতিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখনই একটি অশুভ চক্র মাথাচড়া দিয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, জাতির পিতার আদর্শের একজন সৈনিক বেঁচে থাকতে খুনিচক্রের এ সকল অশুভ তৎপরতা কখনও বাস্তবায়ন হতে দেবে না। বক্তারা এসকল অন্ধকারের অপশক্তিকে চিহ্নিত এবং তাদের দোসরদের বিচারের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবী জানান।
মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চবি শিক্ষক সমিতির মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন