বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরে বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল বের হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে কর্মীরা।
এতে পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলেও পুলিশ পাল্টা কোনো অ্যাকশনে যায়নি ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, হঠাৎ করে মিছিলের শেষ পর্যায়ে এসে এমন ঘটনা ঘটেছে। এখনও কাউকে আটক করা হয়নি। পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলায় কত জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবিষয়ে তিনি কোনো তথ্য জানতে পারেননি।
তবে বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, টোকাই ছেলেরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে। তখন আমাদের কর্মীরা টোকাইদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছিল। পুলিশের ওপর হামলায় আমাদের কেউ জড়িত নয়।