চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থের কার্টিন ইউনিভার্সিটির (Curtin University, Perth, Western Australia) শিক্ষা ও গবেষণা সহযোগিতা বিষয়ক একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। আজ ৩০শে মে (মঙ্গলবার) ২০২৩ খ্রি. সন্ধ্যা ৭ ঘটিকায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা বল রুমে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। অন্যদিকে কার্টিন ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অভিজিৎ মুখার্জিএবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সরকারের ইন্দো-গালফের ইনভেস্টমেন্ট ও ট্রেড কমিশনার মি. নাশিদ চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) জনাব মো. জোবায়ের হোসেন প্রমুখ। চুক্তির আওতায় আগামী ৫ বছর যাবত দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ একাডেমিক ও গবেষণা সহযোগিতা কার্যক্রম পরিচালিত হবে।