চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন,এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। এই সরকার একটি একদলীয় সরকার । আজকের বরিশাল, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতেই তারই চিত্র ফুটে উঠেছে। আমরা বারবার বলে আসছি সরকারের অধীনে কোন নির্বাচন তার সুস্থ হবে না। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি আজ ১২ জুন (সোমবার) বিকালে আগামী ১৪ জুন চট্টগ্রাম মহানগরে তারুণ্যের সমাবেশ উপলক্ষে চকবাজার থানা যুবদলের উদ্যোগে চকবাজার, সিরাজদৌলা রোড, চট্টগ্রাম কলেজ রোডে প্রচারণা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা শাহাদাত হোসেন আরো বলেন, মহাবিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক সঙ্কট কেটে যাওয়ার কোনো লক্ষণ নেই। বরং সঙ্কট আরো ঘনীভূত হচ্ছে। সামষ্টিক অর্থনীতির প্রায় সবকয়টি সূচকই আরো দুর্বল ও প্রকট হয়ে উঠেছে। অসহনীয় মূল্যস্ফীতি, নজিরবিহীন ডলার সঙ্কট, ডলারের বিনিময়ে টাকার অভূতপূর্ব অবমূল্যায়ন, ব্যাংকিং ও আর্থিক অব্যবস্থাপনা, অপরিণামদর্শী ভ্রান্তনীতি, অদক্ষ ও দলকানা নীতি বৈষম্য, সর্বগ্রাসী দুর্নীতি, বিদেশে অর্থপাচার, ঋণ প্রাপ্তির অপর্যাপ্ততা, সুশাসনের অভাব, সামাজিক—রাজনৈতিক ও অর্থনৈতিক আয় বৈষম্য এবং সর্বোপরি গণতন্ত্রহীনতা বর্তমান অর্থনৈতিক নৈরাজ্যের মূল কারণ। পরিস্থিতি সামাল দিতে সরকার কঠিন শর্তে আইএমএফের কাছ থেকে ঋণ নিচ্ছে। বলতে গেলে সরকার এখন ব্যাংক থেকে ধার করে এবং আইএমএফের ঋণের ওপর ভর করেই চলছে।
পথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, আগামী ১৪ই জুন তারুণ্যের সমাবেশ সফল করতে সর্বস্তরের তরুণ সমাজকে রাজপথে নামতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল কে ঐক্যবদ্ধ হতে হবে।
পথসভায় প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সহ—সভাপতি নুরুল ইসলাম নয়ন বলেন, তারুণ্যের সমাবেশের মাধ্যমে এই সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তারণ্যের সফল করতে চট্টগ্রাম বিভাগের বিভাগের যুব সমাজরা রাজপথে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগামী ১৪ জুন তারুণ্যের সমাবেশ এক মহাসমুদ্রে পরিণত হবে।
চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ সরোয়ার আলম ও সোহেলের যৌথ সঞ্চালনায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সহ সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন,থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন,চকবাজার থানা যুবদলের টিম প্রধান ও নগর যুবদলের সাংগঠনিক সম্পাদ এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ—সভাপতি মোঃ ইলিয়াস , নাসির উদ্দিন চৌধুরী নাসিম, যুবদল নেতা মোহাম্মদ সেলিম খান, জাফর আহমেদ খোকন,নুর হোসেন উজ্জল,নগর সেচ্ছাসেবক দলনেতা নুরুল আলম শিপু, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, জিয়াউল হক মিন্টু, কামাল উদ্দীন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন,মোহাম্মদ ইদ্রিস, নুরুল আলম শিপু, মোহাম্মদ রহিম মিনু, মোহাম্মদ সেলিম, ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ সোহেল, সরোয়ার আলম, মোহাম্মদ মুসা,মোস্তাকিম মাহমুদ, মোহাম্মদ হাসান, আবদুল জলিল, সাব্বির ইসলাম ফারুক, সাদদামুল হক সাদ্দাম,রিদওয়ানুল হক রিদু প্রমুখ নেতৃবৃন্দ।


