হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মোছা.রাশেদা বেগম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ। সে সাতটি মাদক মামলার আসামী। সোমবার (১২ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর মাটিয়া মসজিদ সংলগ্ন এলাকার জনৈক জমিরের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত নূরুল আবসার প্রকাশ হাতকাটা আবসারের স্ত্রী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজের দিক নির্দেশনায থানার উপ-পরিদর্শক জাবেদ মিয়া সংগীয় ফোর্স নিয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৭ মাদক মামলার আসামি মোছাঃ রাশেদা বেগমকে আটক করা হয়েছে।এসময় তার হেফাজত থেকে ১কেজি ৪শ ৭০গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯ শ ১০টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় মাসলা দায়ের করা হয়েছে। যার নাম্বার -২০। এ ছাড়াও আটককৃতের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হাটহাজারী মডেল থানায চলতি বছরের ৭ ফেব্রুয়ারী দায়ের করা মামলা নং -১০, গত ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর করা মাসলা নং ২৭, একই বছরের ১৬ এপ্রিল করা মামলা নং ১৪, একই বছরের ১৬ ফেব্রুয়ারী করা মামলা নং ১৮, গত ২০১৭ সালের ৫ জুন করা মামলা নং ৩, একই সালের ৬ মে করা মামলা নং ১৫, ২০২১ সালের ১১ জুনের করা মামলাসহ মোট ৭ টি মামলা বিচারাধীন রয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ মো.রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ মহিলা মাদক কারবারি আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


