চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বরিশালের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বর্বরোচিত হামলার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধীদলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যে কোনো প্রক্রিয়ায় তাদেরই বিজয়ী হতে হবে। বর্তমান নির্বাচন কমিশনও সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধীদলহীন এ ধরনের একটি নির্বাচনও তারা আয়োজন করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে।যেখানে একজন মেয়র প্রার্থী সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয় সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? এ ধরনের নির্বাচনী পরিবেশের জন্যই বিরোধীদলগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি মঙ্গলবার (১৩ জুন) বিকালে চাঁন্দগাও আবাসিকের বাস ভবন প্রাঙ্গণে আগামী ১৪ জুন বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম ৮ আসন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ আছে যেখানে তরুণরা লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তারুণ্যের শক্তিতে এ আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে ইনশা আল্লাহ। আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান। আজকে তরুণদের আরো শক্তিশালী হয়ে বজ্রকণ্ঠে জেগে উঠতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, সদস্য মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু। বক্তব্য রাখেন বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, মহানগর বিএনপি নেতা এড. সিরাজুল ইসলাম চৌধুরী, ইদ্রিস আলী, আব্দুল আজিজ, নকীব উদ্দিন ভূইয়া, আবু মুসা, জসিম উদ্দিন, চাঁন্দগাও থানা বিএনপির সি যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, হাজী মো. ইলিয়াছ, এড. এফ এ সেলিম, মো. আসলাম, হাজী ইলিয়াছ শেকু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, কামরুল ইসলাম, বিএনপি নেতা মোশাররফ উদ্দিন, হাজী আবুল বাশার, মনছুর আলম, হাজী নিজামুল ইসলাম, সালামত আলী, মো. এসকান্দর, দিদারুল আলম হিরামন, ইলিয়াস আলী, মহানগর যুবদলের সহ সভাপতি এস এম রব, মোহাম্মদ আলী সাকী, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, চান্দগাঁও থানার আহ্বায়ক গুলজার হোসেন, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজু, বিএনপি নেতা মো. আলমগীর, আক্তার সওদাগর, মো. ইউছুপ, মো. নুরনবী, মো. মিয়া, মো. ইব্রাহিম, আবু নাসের, এম এ দিদার, আরিফুল ইসলাম, কামাল উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, এম হাসান বাপ্পা, ফখরুল ইসলাম শাহীন, সহ সম্পাদকবৃন্দ জমির উদ্দিন মানিক, সাইদুল ইসলাম, নাছির উদ্দীন, জাহের মাসুদ, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি, সদস্য সচিব শহিদুজ্জামান, সি যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, বায়েজিদ থানা যুবদলের সি যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, চান্দগাঁও থানা সি. যুগ্ম আহ্বায়ক মোরশেদ কামাল, বায়েজিদ থানা ছাত্রদলের আহ্বায়ক এস এম নোমান, চান্দগাঁও থানার সি. যুগ্ম আহ্বায়ক কায়সার, পাঁচলাইশ থানার সি. যুগ্ম আহ্বায়ক মো. সাগর, যুগ্ম আহ্বায়ক আজিজ, সত্যজিৎ বড়ুয়া রুপু প্রমূখ।
আঃলীগ বিরোধীদলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


