মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে দেশীয় তৈরী ১’শ লিটার চোলাই মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। বুধবার (১৪ জুন) ভোর রাতে উপজেলার মিরসরাই সদর (৯নং) ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় নিজাম উদ্দিন রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে মদ উদ্ধার সহ মো. আরিফ (৩০) নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়। আরিফ মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার আবদুর রশিদের ছেলে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সুফিয়া রোড এলাকায় নিজাম উদ্দিন রেস্টুন্টের সামনে অভিযান চালিয়ে ১’শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২জন আসামী পালিয়ে যায়। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা সহ মো. আরিফ (৩০) নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলো উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়ীয়া এলাকার ত্রিপুরা পাড়ার তন কুমারা ত্রিপুরার ছেলে ইন্দ্র ত্রিপুরা (৩৫), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাহেব আলী (৪৫)। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মিরসরাইয়ে ১’শ লিটার চোলাই মদ সহ ১ জন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


