বন্দর নগরীতে চট্টগ্রাম মহানগর যুবলীগের নব নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ই জুন) বিকেলে দারুল ফজল মার্কেটের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে নগর যুবলীগের সভাপতি মাহামুদুর রহমান চৌধুরী সুমনের সভাপতিত্বে আয়োজিত সভায় নবনির্বাচিত কমিটির পরবর্তী কর্মসূচি সমূহ নির্ধারন করা হয়। গৃহীত কর্মসূচিতে নবনির্বাচিত কমিটি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চট্টগ্রামে ফিরে দলের প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর কবর জিয়ারতে উদ্দেশ্য টুঙ্গীপাড়া অভিমুখী যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এসময় সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরী,নুরুল আনোয়ার চৌধুরী, বেলায়েত হোসেন বেলাল, এড. আরশাদ আসাদ,আঞ্জুমান আরা,হেলাল উদ্দীন আহমেদ, দেবাশীষ পাল দেবু,সুরঞ্জিত বড়য়া লাবু, আসহাব রসুল চৌধুরী জাহেদ, শাখাওয়াত হোসেন সাকু, নুরুল আলম মিয়া, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, মো. সালাউদ্দীন, ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাইফুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলে, সনত বড়ুয়া, দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দীন তালুকদার, ইঞ্জি. আবু মহিউদ্দীন, এজেএম মহিউদ্দীন রনি, সুমন চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এড. আখতারুজ্জামান রুমেল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল কায়সার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রফে. রেজাউল করিম, কর্মসংস্থান সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর টিপু সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, দীর্ঘ প্রতীক্ষার পর গত মঙ্গলবার নগর যুবলীগ নেতা মাহামুদুল হক সুমন চৌধুরীকে সভাপতি ও দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৩১ জনের মধ্য থেকে প্রাথমিক ভাবে ৪০ জনের নাম ও পদবী উল্লেখ করে নগর যুবলীগের আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরস ও মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে নব নির্বাচিত কমিটিকে আগামী ৬০ কার্য দিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


