গতকালই প্রথম নামেন আন্তর্জাতিক টেস্ট ম্যাচে, নেমেই প্রথম বলে ইতিহাস। ক্রিকেট ইতিহাসের ২২তম ও প্রথম আফগান বোলার হিসেবে টেস্ট অভিষেকে প্রথম বলেই উইকেটের দেখা পান নিজাত মাসুদ। ঠিক পরের দিন সকালে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন এই পেসার। অভিষেক ম্যাচটায় যেন রাঙিয়ে রাখার কোনো কমতিই রাখছেন না পেসার।
গতকাল সারাদিনে বেশ বাজে বোলিংই করেছেন আফগান বোলাররা। সারাদিনে এক্সট্রা খাতে দিয়েছেন ৩১ রান, যেখানে ছিল ১৫টি নো বল। দিন শেষে বোলারদের নিয়ে হতাশা প্রকাশ করেন হেড কোচ জনাথন ট্রট। মজা করেই বলেন, আজ সকালে ১০ রানে পাঁচ উইকেট নিতে চান।
ট্রট মজা করে বললেও নিজাত বোধহয় সিরিয়াসলিই নিয়েছেন। ফলে আজক সকালে মাত্র ২০ রানেই শেষ পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। নিজাত আজ সকালে নেন একাই তিন উইকেট। যেখানে ছিল মুশফিকুর রহিমের উইকেটও।
সর্বশেষ শরিফুলকে ফিরিয়ে পূর্ণ করেন ফাইফার।
অভিষেক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় আফগান বোলার নিজাত। এর আগে ২০১৯ সালে প্রথম আফগান বোলার হিসেবে অভিষেক ইনিংসে পাঁচ উইকেট নেন স্পিনার আমির হামজা।


