সিটি গেইট এলাকায় এনএইচটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১ জুলাই) দুপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, শনিবার দুপুর ১টার দিকে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থালে গিয়ে কাজ শুরু করে।
প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আর্থিকভাবে দেড় লাখ টাকার ক্ষতি ও পাচঁ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।


