রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় গেণ্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ ট্রাকস্ট্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন: শামসুন্নাহার (৫২), তার ছেলে আলিম উদ্দিন পলাশ (২৯) ও মেয়ে সালেহা বেগম (৩৫)। অপর আহত ব্যক্তি হলেন অটোরিকশাটির চালক মো. আমজাদ আলী (৬০)।
আহত পলাশ সময় সংবাদকে জানান, তাদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। গ্রামের বাড়ি থেকে সকালে ট্রেনে ঢাকার কমলাপুর আসেন তারা। সেখান থেকে অটোরিকশায় তাদের বাসা ওয়ারীর নারিন্দায় যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
গেণ্ডারিয়া থানার ডিউটি অফিসার শাউখ উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড মোড়ে এশিয়া লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।