ফটিকছড়ির ভূজপুর হেয়াকো বাজারে বিএনপির ঈদ পুনর্মিলনীর গাড়ীবহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত করার পর আবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর সহ ২২ জনকে আসামি করে ভুজপুর থানায় মিথ্যা বানোয়াট মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন চেয়ারম্যান, ইন্জি. বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দীন। শুক্রবার (৭ জুলাই) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি নেতা সরওয়ার আলমগীর গত ৩ জুলাই ফটিকছড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাড়ী ফেরার পথে ভুজপুর হেয়াকো বাজারে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা তার গাড়ীবহরে লাঠি, রড় এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর নেতৃত্বে এ হামলা হয়। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হয়। ৫০ টির অধিক মোটর সাইকেল ভাংচুর করে এবং ১৫ টির অধিক মোটর সাইকেল তাঁরা রেখে দেয়। সেদিন বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকার পরও বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে পরিস্থিতি শান্ত রাখে। কিন্তু এখন উল্টো আওয়ামী লীগ নেতারা ভুজপুর থানায় সরোয়ার আলমগীরকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করেছে। আমরা মনে করি আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে মামলা হামলা এবং নির্যাতন করে শেষ রক্ষার চেষ্টা করছে। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না। নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করতেই সরকার আবারও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। আমাদের নেতাকর্মীদের মামলাগুলো দ্রুত শেষ করা হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে বিএনপি নেতাকর্মীদের গায়েবী মামলা দিয়ে গ্রেফতারের খেলায় মেতে উঠেছে সরকার। লক্ষ্য একটাই, আবারও বিনাভোটে জোর করে, কারচুপি করে যেনতেনোভাবে ক্ষমতা দখল করা। এই লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিনত করেছে সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। আমরা এই হামলা, মিথ্যা মামলা ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নেতৃবৃন্দ রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে সরওয়ার আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
ফটিকছড়ির ভূজপুরে বিএনপির গাড়ীবহরে হামলার ঘটনায় মামলা দায়ের করায় বিএনপির প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


