মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের একসময়কার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রিদোয়ান কবিরের নামে পরিচালিত মেমোরিয়াল ট্রাস্ট উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়কে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ট্রাস্টের সেক্রেটারী সাদমান বিন কবির এসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট ব্যাট, বলি বল, ফুটবলসহ বিভিন্ন খেলার সরঞ্জাম প্রদান করে। জানা গেছে, ওইদিন সকালে উপজেলার বিশ^দরবার উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, কিছমত জাফরাবাদ মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মারূফ মডেল স্কুল এন্ড কলেজে এসব সামগ্রী প্রদান করেন ট্রাস্টের প্রতিনিধি মোবারক হোসেন তারেক। ট্রাস্টের সেক্রেটারী মরহুম রিদোয়ান কবিরের জ্যেষ্ঠ সন্তান সাদমান বিন কবির জানান, তার বাবা জীবদ্দশায় এলাকার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি একজন দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী ও জনপ্রিয় ফুটবলার ছিলেন। এছাড়া তিনি সবসময় এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক পরিমন্ডলের উন্নয়নে নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। তাঁর নামে গড়া এ ট্রাস্ট এসব কাজের মাধ্যমে তারই ধারাবাহিকতা বজায় রাখছে।
মিরসরাইয়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠান পেল ক্রীড়া সামগ্রী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


