শফিউল আলম, রাউজান প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় আগামী ১৭ জুলাই (সোমবার) রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে পাঁচ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেছেন। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ২০১৭ সালের মত উপজেলার সর্বস্তরের জনসাধারণকে গাছের চারা লাগানোর কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে এখন ইউনিয়নে ইউনিয়নে জনসাধারণকে নিয়ে সভা সমাবেশ করছেন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারগণ। ১২ জুলাই বুধবার বিকেলে এই নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভা করেছেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। তিনি স্ব স্ব এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ইউপি সদস্যদের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ১৭ জুলাই সকাল থেকে চারা রোপণ কর্মসূচিতে অংশ নেয়ার অনুরোধ করেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার বলেছেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের ২৩ লক্ষ গাছের চারা লাগানোর কর্মসূচির আওতায় এই উপজেলায় পাঁচ লক্ষ গাছের চারা রোপণের এই কর্মসূচি পালিত হবে এলাকার সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে।
রাউজানের উরকিরচরে ৫ লাখ চারা রোপণ কার্যক্রমের প্রস্তুতি সভা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


