শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজানে পানিতে পড়ার ৬দিন পর মোহাম্মদ শাহাজান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (৬জুলাই) সন্ধ্যায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামে হালদা নদী সংযুক্ত একটি শাখাখালের পানিতে পড়ে আহত হন শাহাজান। ওইদিন পরিবারের সদস্যসহ স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১২জুলাই বুধবার সকালে তিনি মারা যান। নিহত শাহাজান ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া শাহাজান মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে। তার মৃত্যুর বিষয়ে কারো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।’
রাউজানে পানিতে পড়ার ৬ দিন পর যুবকের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


