যৌন কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় চলছে বিবিসিতে। অভিযোগ উঠেছে সুপরিচিত উপস্থাপক হিউ এডওয়ার্ডসের বিরুদ্ধে। বলা হচ্ছে, কম বয়সী একজনের রগরগে যৌনতা সম্বলিত ছবি পাঠানোর বিনিময়ে অর্থ দিয়েছেন তিনি। এ অবস্থায় মারাত্মক মানসিক অসুস্থতায় ভুগছেন বলে তাকে হাসপাতালে ভর্তি করেছেন তার স্ত্রী ভিকি ফ্লিন্ড। হিউ এডওয়ার্ডসের পক্ষ থেকে তিনি একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলেছেন, কয়েকদিনের জল্পনায় প্রাথমিকভাবে তার মানসিক অবস্থা এবং আমাদের সন্তানদের সুরক্ষিত রাখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যখন যথেষ্ট সুস্থ হবেন তখন এসব অভিযোগের বিষয়ে ব্যক্তিগতভাবে জবাব দেবেন। ওদিকে মেট্রোপলিটন পুলিশ বলেছে, হিউ এডওয়ার্ডস (৬১) কোনো পুলিশি অ্যাকশনের মুখোমুখি হবেন না।
ভিকি ফ্লিন্ড তার বিবৃতিতে বলেছেন, বিবিসি প্রেজেন্টারের বিরুদ্ধে সম্প্রতি যেসব রিপোর্ট প্রকাশ হয়েছে তার প্রেক্ষিতে আমার স্বামী হিউ এডওয়ার্ডসের পক্ষ থেকে আমি এই বিবৃতি দিচ্ছি। ওই রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমার পরিবারে গত ৫টি দিন কেটেছে চরম জটিলতায়।
তার মানসিক স্বাস্থ্য এবং আমার সন্তানদের সুরক্ষিত রাখা নিয়ে উদ্বেগ থেকে প্রাথমিকভাবে এই বিবৃতি দিচ্ছি আমি। হিউ মারাত্মক মানসিক অসুস্থতায় ভুগছে। রিপোর্ট করা হয়েছে, তিনি কয়েক বছরে প্রচণ্ড বিষন্নতার চিকিৎসা নিয়েছেন। গত কয়েকদিনে পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। তিনি মারাত্মকভাবে ভুগছেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। সেখানে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আশা করেন, হিউ এডওয়ার্ডসের পরিচয়ই নিশ্চিত করবে তিনি এসব অভিযোগের সঙ্গে যুক্ত নন। তিনি আরও বলেছেন, তার স্বামী হিউই তাকে প্রথম গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগের কথা তাকে বলেছেন। এ জন্য তিনি পরিবারের প্রাইভেসি রক্ষার জন্য আবেদন করেন।


