চট্টগ্রামের অন্যতম যুব কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বাস মোবাইল ক্লিনিক এর যাত্রা শুরু হয়েছে।

শাহ্ আমানত মার্কেট এর দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানের সিইও শফিউল বাশার এর সভাপতিত্বে বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা, অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কোতোয়ালি ইউনিট অফিসার জাহান উদ্দিন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম,
যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের কোতোয়ালি ইউনিটের কর্মকর্তা পাপড়ি সেন গুপ্ত, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ।
চট্টগ্রাম মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজন হাসান ও উপ-ক্রিয়া সম্পাদক শাজাহান সামি, শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন শ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট শত শত যুবকদের আত্মকর্ম সংস্থান সৃষ্টিতে অবদান রেখেছেন। তারই ধারাবাহিকতাকে আরো গতিশীল করার জন্য এই বিশ্বাস মোবাইল ক্লিনিক
আগামী দিনে যুবকদের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।


