জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে গাছ লাগানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে গাছের চারা বিতরণ করেন মেয়র।
এসময় মেয়র বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সম্ভাব্য প্রতিটি স্থানে গাছ লাগাবো। আজ রেড ক্রিসেন্ট তিন হাজার বৃক্ষের চারা বিতরণ করার মাধ্যমে সবুজায়ন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলজ, ঔষধি বৃক্ষ সমূহ রোপণ করে আমরা উপকার পেতে পারি।
উক্ত কার্যক্রমের উদ্বোধক ছিলেন সোসাইটির ট্রেজারার এম.এ সালাম। চট্টগ্রাম সিটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান মো: আলমগীর পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মোঃ মোশরাফুল হক চৌধুরী, মোঃ ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ বিভিন্ন স্কুল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


