গত মৌসুমেই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গগে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের ভবিষ্যৎ নিয়ে কানাঘুষো শুরু হয়। সেখানে গ্যালাতাসারে, আল ইত্তিহাদ, পোর্তো ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি নামও উঠেছিল।এমনকি দি প্রো লিগের দল আল ইত্তিহাদ তাঁকে বছরে ২ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৭ কোটি ৪৭ লাখ টাকা) নিয়েও প্রস্তুত ছিল। তবে সব ছাপিয়ে শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরলেন রামোস।
গতকাল ফ্রি এজেন্ট হিসেবে সেভিয়ায় যোগ দেন তিনি। সেভিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এটি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘সের্হিও ৭ বছর বয়সে আমাদের বয়সভিত্তিক প্রকল্পে যোগ দিয়েছিল। ২০০২-০৩ মৌসুমে ১৬ বছর বয়সে মূল দলে অভিষেকের আগে বয়সভিত্তিকের ধাপগুলো সে পেরিয়ে এসেছে। ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিতে ক্লাব ছেড়ে যাওয়ার পর প্রায় দুই দশক পর আমাদের একাডেমির সেন্টার ব্যাক ফিরলেন।’
সেভিয়ায় ফিরে রামোস বলেন, সংবাদমাধ্যমকে রামোস বলেছেন, ‘এটা বিশেষ এক দিন। কারণ, ঘরে ফেরা সব সময়ই খুব আনন্দের।’ আপাতত ১ বছরের চুক্তিতে রামোসকে দলে ভিড়িয়েছে সেভিয়া। মেয়াদ শেষে এটি বাড়ানোরও সুযোগ আছে।


