চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসরের বাকি অংশে আর খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটারের। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না নির্বাচকরা। শান্তর জায়গাতে পাকিস্তান উড়ে যাওয়া লিটনকে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। চলতি এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে ছিলেন শান্ত। এখন পর্যন্ত ১৯৩ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। গ্রুপপর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন শান্ত। কিন্তু চোট তাকে সুপার ফোরে খেলার আগেই আসর থেকে ছিটকে দিলো। গত রোববার আফগানদের বিপক্ষে দৌড়ে রান নেয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট লাগে শান্তর। সেদিন ব্যাটিংয়ের পর আর ফিল্ডিংয়েই নামেননি তিনি।
এর পরের দিন এমআরআই করানো হয় তার।
রিপোর্টে দেখা যায় শান্তর মাংসপেশি ছিঁড়ে গেছে। এ কারণে চলতি এশিয়া কাপে আর খেলতে পারছেন না তিনি। চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দ্রুতই দেশে ফিরবেন শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর না হলেও পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে লেগে যায় অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ। বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তাই ৪ সেপ্টেম্বর চোটে পড়া শান্তর ফিট হতে হতে নিউজিল্যান্ড সিরিজ প্রায় শেষের দিকে। এমন অবস্থায় শান্তর নিউজিল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না। এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,্থআমরা শান্ত্থর ব্যাপারে আশাবাদী। তারপরও যেহেতু সামনে বিশ্বকাপ ওকে নিয়ে ঝুঁকি না নেয়ারও একটা বিষয় আছে। যেহেতু হ্যামস্ট্রিংয়ের চোট, ও দেশে ফিরে রিহ্যাব শুরু করবে। মিডিকেল বিভাগ থেকে জানানোর পর আমরা নিশ্চিত হতে পারব। অবস্থা বুঝেই শান্ত্থর ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হব্থে।
শান্তর চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’ ইনজুরিতে এশিয়া কাপের মিশন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেন, ‘আমার এশিয়া কাপ-২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।’ বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ্।’ এদিকে এশিয়া কাপের উদ্দেশ্যে দল দেশ ছাড়ার আগ মুহূর্তে জ্বরে আক্রান্ত হন লিটন। সে কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে পায়নি বাংলাদেশ। তার জায়গায় দলে নেয়া হয়েছিল এনামুল হক বিজয়কে। লিটন সুস্থ হওয়ায় ইতিমধ্যে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে লিটনকে দলে অন্তর্ভুক্ত করার জন্য একজনকে বাদ দিতে হতো। এখন শান্ত চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তার জায়গাতেই লিটনকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।


