নেত্রকোনায় সাত বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি বাবুল মিয়া ছোট গরদি গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে। ২০১৬ সালে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আদালত বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর থেকে বাবুল মিয়া পলাতক। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
ডিএসবি লুৎফর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নেত্রকোনা সদর মডেল থানার একটি টিম বৃহস্পতিবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে। আজ আদালতে সোপর্দ করা হয়।


