ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক পুনঃখননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ ও হাইড্রোলিক স্ট্রাকচার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলা নয়নশ্রী ইউনিয়নের চুনাকাঠি বিলের খালের পাড়ে এ কর্মসূচি উদ্বোধন করেন বিএডিসি’র বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। পরে দুপুরে তিনি বারুয়াখালী ইউনিয়নের রামনগর খালের ওপর ১টি, বারুয়াখালী বাজার সংলগ্ন স্থানে ১টি ও ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে নির্মিত ২টি হাইড্রোলিক স্ট্রাকচার পরিদর্শন করেন। প্রকৌশলী মোহাম্মদ ওয়াাহিদুল ইসলাম জানান, কৃষকের জলাবদ্ধতা দূরীকরণে ২০২২-২৩ অর্থবছরে নবাবগঞ্জ ও দোহার উপজেলায় মোট ২৫ কিলোমিটার খাল পুনঃখনন, ১৫টি মাঝারি ও ছোট আকারের হাইড্রোলিক স্ট্রাকচার, ৩০০০ মিটার ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ, ২টি লো লিফট পাম্প স্থাপন এবং ৯টি পাম্প হাউজ নির্মাণ করা হয়। এতে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয় হয়। তিনি আরও জানান, বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন (৪র্থ পর্যায়) প্রকল্পের জন্য নতুন স্কিম সংগ্রহ করা হচ্ছে।
এ সময় বিএডিসি নির্বাহী প্রকৌশলী ঢাকা রিজিয়ন প্রকৌশলী মনিরা জাহান, ঢাকা জোন প্রকৌশলী রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী সাহারুল, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল শিকদার, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জে বিএডিসি’র বিভিন্ন প্রকল্প উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


