রাউজানে প্রেপ্তার আতঙ্কে পুরুষশূণ্য সন্ত্রাসী গ্রুপের হামলার আশংকা কদলপুর গ্রাম, বাড়িঘরে ঝুলছে তালা
শফিউল আলম রাউজান ঃ রাউজান উপজেলার কদলপুর কলেজ শিক্ষার্থী হৃদয় অপহরনের ১৪দিন পর গত ১১ সেপ্টেম্বর ভোররাতে রাউজানের কদলপুর আশরফ শাহ মাজারের পুর্বে রাউজান সীমান্ত থেকে ৫কিলোমিটার দুরে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার রঙ্গিনছড়ি দুর্গম পাহাড়ী এলাকার একটি উচ্চ পাহাড়ের চুড়া থেকে কলেজ শিক্ষার্থী হৃদয়ের দেহবশেষ অপহরনকারী চক্রের সদস্য উমুসিং মারমার দেখাতে মতে উদ্বার করা হয় । হাড় গোড় ও হৃদয়ের পরনের কাপড় উদ্বার করে অপহরনকারী চক্রের হোতা উমুসিং মারমাকে নিয়ে পুলিশ রাউজান থানায় ফেরারপথে কদলপুর এলাকায় জনতা পুলিশের গাড়ী আটক করে। জনতা পুলিশের গাড়ী ভাংচুর করে পুলিশের গাড়ী থেকে অপহরনকারী চক্রের মুল হোতা উমুসিং মারমাকে ছিনিয়ে নিয়ে যায় । জনতা গণপিটুনি দিয়ে উমুসিং মারমাকে হত্যা করে। এই ঘটনার পর থেকে রাউজানের পাহাড়ী এলাকা পাহাড়লী ইউনিয়নের উনসত্তর পাড়া, সন্দ্বীপ পাড়া, কদলপুর ইউনিয়নের ভোমর পাড়া, কদলপুর কমলার টিলা, দক্ষিন শমশের পাড়া, শমশের পাড়া, কালকাতর পাড়া, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, ভোমরঢালা,রাউজান রাবার বাগান, মুখছড়ি, ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, রাধামধবপুর, হলদিয়া ইউনিয়নের বানারস, বৃন্দ্বাবনপুর, বৃকবানুপুর, নন্দীর খীল পাহাড়ী এলাকাসমুহে সাধারন মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে । পাহাড়ী সন্ত্রাসী গ্রুপের সদস্যরা রাউজানের পাহাড়ী এলাকায় আবারো হানা দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করার আশংকা করছে এলাকার সাধারন বাসিন্দ্বারা । চট্টগ্রামের রাউজানের মেধাবী কলেজছাত্র শিবলী সাদিক হৃদয় হত্যার প্রধান আসামীকে গণপিটুনি দিয়ে হত্যা করেন উত্তেজিত জনতা। পুলিশের গাড়ি ভাংচুর, আসামি ছিনিয়ে নিয়ে হত্যা ও হামলার অভিযোগ এনে রাউজান থানার উপপরিদর্শক এসআই আজিজুল হাকিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রেপ্তার এড়াতে উপজেলার কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামে এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেকের বাড়িঘরে ঝুলছে তালা। বুধবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চপাড়া গ্রামজুড়ে বিরাজ করছে সুনসান-নীরবতা। ঘটনার পর থেকে গ্রামের বাসিন্দারা প্রেপ্তার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বন্ধ রয়েছে আশরাফ শাহ মাজার গেটের পাশে দোকানপাট। আড্ডায় নেই পাশের বড় বাজার ঈসানভট্টের হাটেও সেখানে কিছু দোকান খোলা হলেও নেই আগের মতো লোকজন। এলাকায় গিয়ে অনেক খোঁজাখঁজি পর কিছু নারী ও শিশুর দেখা গেলও। তাদের সবার মনে বিরাজ করছে আতঙ্কের ছাপ। তারা বলছেন পুলিশ নাকি ধরে ধরে মানুষ নিয়ে যাচ্ছে। আমরা সবাই অনেক ভয়ের মধ্যে আছি। দুশ্চিন্তায় তাদের চোখে ঘুম হারাম হয়ে পড়েছে। এলাকাজুড়ে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। অনেক মহিলাও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। হযরত আশরাফ শাহ মাজারে বিভিন্ন জায়গায় থেকে প্রতিদিন আসতো শতশত আশেক ভক্ত, বর্তমানে ঐ মাজার উপস্থিতি নেই বললেই চলে। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি হতে জানা গেছে, হৃদয়কে সেইদিন রাতে তারা অপহরণ করেন। নিয়ে যাওয়া হয় কদলপুর এলাকার পূর্ব পাশে রাঙামাটি বেতবুনিয়ার এলাকায় পাহাড়ি বনে ভয়ংকর এই পাহাড়ের নাম রঙ্গিনছাড়া। সেখান থেকে হৃদয়কে দিয়ে ফোন করায় অপহরণকারী, বলা হয় তাকে উপজেলার পাহাড়তলী থেকে প্রায় ১০-১২ ঘন্টা গাড়িতে ছড়িয়ে কোথায় যেন নেওয়া হয়। গাড়িতে নয় কৌশল অবলম্বন করেন অপহরণকারী, নিয়ে যান সেই পাহাড়ে। চাওয়া হয় ১৫ লাখ টাকা মুক্তিপণ। কোনরকম বুঝিয়ে তাদের দেওয়া হয় ২ লাখ টাকা। তাদের দেয়া ঠিকানা অনুযায়ী গত ২ সেপ্টেম্বর বান্দরবান সদরে গিয়ে ডুলাপাড়া নামক স্থানে ২ লাখ টাকা তার বাবা বুঝিয়ে দেন। এরপর সন্তানকে তারা দেয়নি। অপহরণকারী আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায় তারা ২৯ আগস্ট হৃদয়কে সেই ভয়ংকর পাহাড়ে গলা কেটে হত্যা করার পর। হৃদয়ের লাশ টুকরো টুকরো করেন। পাহাড়ী সন্ত্রাসীরা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন জানান, পুলিশের গাড়িতে হামলা, পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নিয়ে হত্যা মামলার সংখ্যা বা কারও নাম রাখা হয়নি। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার পর অভিযান পরিচালনা শুরু করতে যাচ্ছি।
রাউজানের হাট বাজারে দোকানে বিক্রয় করা হচ্ছে টিসি,বি”এর পণ্য একটি বাড়ী থেকে বিপুল পরিমাণ টিসি,বি”র ভোজ্য তৈল ও মসুর ডাল উদ্ধার
শফিউল আলম, রাউজান ঃ রাউজানের হাট বাজারে দোকানে বিক্রয় করা হচ্ছে টিসি,বি”এর পণ্য একটি বাড়ী থেকে বিপুল পরিমাণ টিসি,বি”র ভোজ্য তৈল ও মসুর ডাল উদ্বার করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার । রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাটের উত্তর পাশে আরফাত নামের এক যুবকের ঘর থেকে ১ হাজার ৮শত ৮০ লিটার কার্টুন ভতি ছয়াবিন তৈল, ২শত ২৩ বস্তা মসুর ডাল উদ্বার করা হয় । উদ্বার করা ছয়াবিন তৈল ও মসুর ডালের বস্তায় ও কার্টুনে ছয়বিন তৈলের বোতলে টিসি, বি”র পণ্য লেখা ষ্টিকার রয়েছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উদ্বার করা বিপুল পরিমান ভোজ্য তৈল ও মসুর ডাল রাউজান উপজেলা পরিষদ ভবনে এনে রাখা হয়েছে । আরফাত এসব টিসি,বি”র পন্য টিসি,বি ”র পন্য বিক্রয়কারী ডিলারের কাছ থেকে ক্রয় করে ঘরের মধ্যে মজুদ করে রাউজানের বিভিন্ন হাট বাজাওে খুচরা মুল্যে বিক্রয় করছে । এঘটনার পর গত ১২ সে্েপ্টম্বর মঙ্গলবার পুর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক অলিমিয়ার হাটে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম পুলিশ আনসার বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে দোকানে টিসি,বি”র ষ্টিকার লাগানো ছয়াবিন তৈল বিক্রয় করার অপরাধে তিন ব্যবসা প্রতিষ্টান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন । তিনটি ব্যবসা প্রতিষ্টান থেকে টিসি, বি”র ষ্টিাকার লাগানো ২লিটার ওজনের ১৩ বোতল ছয়াবিন তৈল উদ্বার করেন । রাউজান উপজেলা সদর ফকির হাট বাজারের ব্যবসায়ী টিসি,বি”র ডিলার স্বপন দাশ গুপ্ত বলেন, রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় টিসি,বি”র পণ্য বিক্রেতা ডিলার রয়েছে ৬ জন । ৬জন ডিলারের মাধ্য ১ হাজার ১শত জন টিসি,বি”এর পণ্য ক্রেতা কার্ড দিয়ে প্রতিনিয়িত প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কার্ডধারী ক্রেতাদের কাছে টিসি, বি” এর পণ্য বিক্রয় করেন । আধার মানিক এলাকা থেকে উদ্বার করা বিপুল পরিমান টিসি, বি”র তৈল ও মসুর ডাল আরফাত কার কাছ থেকে ক্রয় করে মজুদ করেছে তা তদন্ত করে বের করে অবৈধভাবে টিসি, বি”এর পণ্য বিক্রেতাবে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান ব্যবসায়ী স্বপন দাশ গুপ্ত । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, আধার মানিক এলাকা থেকে আরফাতের ঘর থেকে উদ্বার করা টিসি, বি”এর পণ্য উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে । এবিষয়ে তদন্ত চলছে । এঘটনার সাথে জড়িতদের বিরুদ্বে আইনগতঃ ব্যবস্থা গ্রহন করা হবে ।