আগামী ২৯শে অক্টোবর থেকে আবুধাবি-ঢাকা রুটে বিমান পরিচালনা স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। ২৮শে সেপ্টেম্বর এক ঘোষণায় এ কথা জানিয়েছে এয়ারলাইনটি। যারা এরইমধ্যে এই রুটের জন্য টিকেট কেটে ফেলেছেন তাদেরকে পুরো অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।
কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন যাত্রীরা। অপরদিকে যাদের টিকেট আংশিক ব্যবহার হয়েছে, তারা তাদের বাকি অংশের জন্য অর্থ ফেরত পাবেন। ট্রাভেল ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজি জানিয়েছে, এই রুটে এখন ‘এয়ার এরাবিয়া আবুধাবি’ এবং ‘বিমান বাংলাদেশ’ এয়ারলাইন্স চলাচল অব্যাহত রাখবে।


