চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আমিন কলোনী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক দোকান ও ঘর পুড়ে গেছে।আজ বুধবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুন নির্বাপণে নগরীর বিভিন্ন ষ্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট অংশ নেয়। কলোনীর কাপড়ের গুদাম থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিন কলোনী এলাকায় মসজিদের পাশের মার্কেটে সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট এসে চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আবদুল হালিম বলেন, বায়োজিদে আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


