রাউজানে কলেজ ছাত্র ফাহিম নিখোঁজ না অপহরন অজ্ঞাত ব্যক্তি ফাহিমের পিতা আবদুল মন্নানের মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবী
শফিউল আলম, সংবাদদাতা রাউজানঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ্্্এয়াসিন নগর এলাকার জিন্নাত আলী দর্জির বাড়ীর বাসিন্দ্বা কৃষক আবদুল মন্নানের পুত্র হজরত এয়াসিন শাহ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ফাহিম উদ্দিন (২০) গত ২৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টার সময়ে নিজ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি । ফাহিম উদ্দিন ঘরে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা ফাহিম উদ্দিনের মোবাইল নম্বরে ফোন করলে ফাহিমের মোবাইল ফোন বন্দ্ব পায় । ফাহিমের পরিবারের সদস্যরা আত্বিয় বাড়ী ও বিভিন্ন এলাকায় খোজঁ করে ফাহিমের কোন হদিস পায়নি । পরে কলেজ শিক্ষার্থী ফাহিম উদ্দিনের পিতা আবদুল মান্নান রাউজান থানায় উপস্থিত হয়ে কলেজ শিক্ষার্থী ফাহিম উদ্দিন নিখোজ সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন । কলেজ ছাত্র ফাহিম উদ্দিন নিখোজঁ হওয়ার ১০দিন পর গত ৪ অক্টোবর মঙ্গলবার ফাহিম উদ্দিনের পিতা আবদুল মন্নানকে অজ্ঞাত স্থান থেকে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে । মুক্তিপণ দাবী করার পর আবদুল মন্নান হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের কাছে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে অবহিত করেন । স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম আবদুল মন্নানের কাছ থেকে মুক্তিপণ দাবী কারী ব্যক্তির মোবাইল নম্বর নিয়ে ফোন করলে চেয়ারম্যান শফিকুল ইসলামের কাছে ফাহিম উদ্দিনকে ছাড়িয়ে নিতে হলে ১লাখ টাকা মুক্তিপণ দাবী করেন বলে জানান চেয়ারম্যান শফিকুল ইসলাম। এ বিষয়ে ফাহিম উদ্দিনের পিতা আবদুল মন্নানের মোবাইল নম্বরে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চাইলে, আবদুল মন্নানের প্রতিবেশী রিফাত ফোন রিসিভ করে ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনার ব্যাপারে কলেজ শিক্ষার্থী ফাইহম উদ্দিনের পিতা আবদুল মন্নান র্যাব -৭ কে গতকাল ৪ অক্টোবর বুধবার দুপুরে অভিযাগ দিয়েছেন । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন এর কাছে ফোন করে জানতে চাইলে, ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন, কলেজ ছাত্র ফাহিম উদ্দিনকে অপহরন করে নিয়ে মুক্তিপণ দাবী করার বিষয়ে রাউজান থানায় কোন মামলা করা হয়নি ।


