রাউজানের কলেজ ছাত্র ফাহিম অপহরন হয়নি ফাহিম স্বেচ্ছায় বাড়ী থেকে পালিয়ে নগরীতে একটি ব্যবসা প্রতিষ্টানে চাকুরী করে
শফিউল আলম, রাউজান ঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর জিন্নাত আলী দজর্িূর বাড়ীর বাসি›দ্বা কৃষক আবদুল মন্নানের পুত্র এয়াসিন শাহ কলেঝের একাদশ শ্রেণীর ছাত্র ফাহিম উদ্দিন (১৮) গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ঘর থেকে বের হয়ে পরিবারের কাউকে না জানিয়ে স্বেচ্ছায় পালিয়ে যায় । পরিবারের সদস্যরা ফাহিম উদ্দিনের কোন খোজঁ না পেয়ে ফাহিম উদ্দিনের ছবি সহ নিখোজ সংক্রান্ত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়। ফাহিম উদ্দিনের নিখোজঁ সংক্রান্ত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে প্রতারক ফাহিম কে অপহরন করেছে তাকে ছেড়ে দিতে ফাহিম উদ্দিনের পিতা আবদুল মান্নানের মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ দাবী করেন । প্রতারক চক্রের মোবাইল ফোনে মুক্তিপণের টাকা দাবী করার পর ফাহিম উদ্দিনের পিতা আবদুল মন্নান বাদী হয়ে রাউজান থানায় নিখোঁজ ডাইরী করেন । নিখোঁজ ডাইরীর ভিত্তিত্বে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনের নেতৃত্বে পুলিশ নিখোজঁ ফাহিম উদ্দিনের খোজে অনুস›দ্বান চালায় । গত ৯ অক্টোবর স›দ্ব্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারের প্যামাউন্টের দোকান থেকে ফাহিম উদ্দিনকে উদ্বার করেন । নিখোজ ফাহিম উদ্দিন বলেন, আমি স্বেচ্ছায় বাড়ী থেকে পালিয়ে গিয়ে নগরীতে চাকুরী করেছি । আমাকে কেহ অপহরন করেনি । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, নিখোজঁ ফাহিম উদ্দিনকে উদ্বার করার পর তার পিতা আবদুল মন্নানের কাছে সোর্পদ করা হয়েছে ।


