চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও অসংখ্য সেবামুলক প্রতিষ্ঠানের কর্ণধার ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা আজ রবিবার সকালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে মুনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুন উর রশিদ চেীধুরী।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা বলেন, আমাকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মত একটা গুরত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় সিটি মেয়র মো. রেজাউল করিম চেীধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব এর প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁর উপর অর্পিত দায়িত্ব এই গুরুদায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেন। তাঁর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বিশেষ করে সাধারন মানুষের চিকিৎসা সেবা দোঁড়গোড়ায় পৌছাঁনোর লক্ষ্যে সকল চিকিৎসাগণকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, ডাঃ ইফফাত জাহান রাখি, ডাঃ রিয়াজ আহমেদ, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্তী, ডঃ সুমন তালুকদার, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন, হেলথ টেকনোলজী ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাঃ শাহনাজ আক্তার, প্রভাষক ডাঃ পলাশ দাশ।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন