জাতীয় পার্টি কি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে? জিএম কাদেরসহ দলটির একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসভবনে নৈশভোজে অংশ নেন বৃটিশ হাই কমিশনার। এতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজও অংশ নেন। পরে মাসরুল মাওলার বরাতে খবর বের হয়, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাসরুর মাওলা মানবজমিনকে বলেন, বৈঠকে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা হয়েছে। জাতীয় পার্টি যেহেতু রাজনৈতিক দল, সে হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেয়াটাই স্বাভাবিক। সে কারণে আমরা বলেছি একক নির্বাচনে যাবার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে যাবো কি যাবো না তা পরে বোঝা যাবে। আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত আমরা একক নির্বাচন করবো। আমরা সরাসরি কোনো ঘোষণা দেইনি। আমরা বলেছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
এ বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের মানবজমিনকে জানান, তিনি এ ধরনের কোনো কথা বলেননি।
এর সঙ্গে জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, এ ধরনের বড় কোনো সিদ্ধান্তের বিষয়ে পার্টির চেয়ারম্যান নিজেই অবগত করবেন। তবে, নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার আগ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নেবে।


