যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সমস্ত সাহস একত্রিত করে লড়ে যাওয়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফশিল ঘোষণাকে কেন্দ্র করে জামায়াতসহ যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দানকারী রাজনৈতিক দল সমূহ দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বিনাশ করার যে নীলনকশা তৈরি করছে তা যেকোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সম্মেলন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভায় বক্তারা এসব সিদ্ধান্ত নেন।
সংগঠনের চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ১৫ নভেম্বর, সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নগর আওয়ামী লীগ নেতা মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরীর সুযোগ্য সন্তান রাজনীতিক দীপংকর চৌধুরী কাজল, ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈনুদ্দিন, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধুরী, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আওয়ামী লীগ নেতা ফজলুল হক বিএসসি’র সুযোগ্য সন্তান শিক্ষিকা সৈয়দা তাহ্মিনা সুলতানা, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক সাংবাদিক আহমেদ কুতুব, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কাজী ইনামুল হক দানুর সুযোগ্য সন্তান কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিথুন মল্লিক, অনলাইন এক্টিভিস্ট শওকত খান, ইঞ্জিনিয়ার শুভ্র দেব কর, নির্মূল কমিটি জেলা নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন, অসীত বরণ বিশ^াস, রাজীব চৌধুরী রাজু, সুচিত্রা গুহ টুম্পা, কানিজ ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়ার সুযোগ্য সন্তান নাজমুল হক ভূইয়া রাজিব, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শামসুল আলমের সন্তান মো. রায়হান, আকবরশাহ্ থানা শাখার আহ্বায়ক সাহাব উদ্দিন (আঙ্গুর), বাঁশখালী থানা শাখার সভাপতি শেখর দত্ত ও সাধারাণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ইমন শীল, জিয়াউল হক জিবলু, অভিজিৎ দাশ প্রমুখ।
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সমস্ত সাহস একত্রিত করে লড়ে যাওয়ার শপথ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন