সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের স্প্রিং সেমিস্টার—২০২৪ এর প্রথম পর্বের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার ১৮ নভেম্বর, ২০২৩ ইং তারিখে সকালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম সাউদার্ন ইউনিভার্সিটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র পক্ষ থেকে শুভকামনা এবং যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে । নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম সাউদার্ন ইউনিভার্সিটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে থেকে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা তালিকা: আরসিই( RCE )—১৮,২২,৩০,০৫,১৬,১২,০৮,০৯, ১১, ২১, ১৭, ১৪,২৫, ০৬,১৩,১৫,২৬,২৪,২৩, ২৯,১৯, ০৩,২৭, ১০।
মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ নভেম্বরের মধ্যে এসএসসি, এইচএসসি/ডিপ্লোমার মূল সনদ, নম্বরপত্র ও প্রশংসাপত্র প্রদর্শনপূর্বক ভর্তি কার্যক্রম অফিস চলাকালীন সময়ে(সকাল ১০টা থেকে বিকেল ৪টা) সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বিভাগের ভর্তি সংশ্লিষ্ট কমিটি।