চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন বলেছেন, ‘এই অঞ্চলে শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় ও তাদের হয়রানি বন্ধ করতে সবসময় পাশে থাকব কথা দিলাম’।
বুধবার (৩ জানুয়ারি) সদরঘাট থানাঘাট গুদাম শ্রমিক লীগ ও মাঝিরঘাট লবণশ্রমিকদের আয়োজনে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘মাঝিরঘাট শ্রমিক অধ্যুষিত এলাকা। আমার আসনের প্রতিটি জায়গার সমস্যা ও সমাধানের পথ আমার জানা। মানুষের দু:খ বেদনার কথা আমাকে না বললেও, আমি তাদের মনের কথা বোঝার ক্ষমতা রাখি। তাই আপনাদের ভাই, আপনাদের সন্তানকে আপনারা ভোট দিয়ে সংসদে যদি পাঠান, ইনশাআল্লাহ সকল সমস্যার স্থায়ী সমাধান করবো কথা দিলাম।
পরে নেতাকর্মীদের সাথে নিয়ে মাঝিরঘাট রোডে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী বক্স, সাধারণ সম্পাদক সম্পাদক গোলাম মো. যুবায়ের, হাজী দানু মিয়া, সদরঘাট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ভিপি আবদুল হাই, আলহাজ্ব সফর আলী, আওয়ামী লীগ নেতা জসিমুল হুদা, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, মাঝিরঘাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আনেয়ার, মো. আলমগীর হোসেন আলমগীর, শ্রমিক নেতা মো. খোরশেদ, ছাত্রলীগ নেতা মো. শরীফ, ফারুক রানা বাপ্পী, যুব মহিলা লীগ নেত্রী ঝুমা আক্তার সহ আরও অনেকে