শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম ৬ রাউজান আসনে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণখভাবে সম্পন্ন করতে নির্বাচনে প্রতিদন্দ্বিতা কারী আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী প্রতিক নৌকা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম, প্রতিক ট্রাক, তৃণমুল বিএনপির প্রার্থী মোঃ ইয়াহিয়া জিয়াউদ্দিন চৌধুরী প্রতিক সোনালী আশ, জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম চৌধুরী প্রতিক লাঙ্গল, ইসলামী ফ্রন্ট প্রার্থী স,ম জাফর উল্ল্রাহ প্রতিক চেয়ার একমত পোষন করেন ।
রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় ৫ প্রার্থী একত্র হয়ে জনতার সামনে একজন একজনের সাথে হাত ধরে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচন অনুষ্টান সম্পন্ন করার কথা ঘোষনা করেন । এসময়ে মুন্সির ঘ্াটায় উপস্থিত জনতা এই দৃশ্য দেখে ৫ প্রার্থীকে অভিনন্দন জানান ।