<strong>শওকত হোসেন করিম, ফটিকছড়ি প্রতিনিধি </strong>
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি’র বলেছেন,নৌকা নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে চলছে। তাই আমাদের ঘরে বসে থাকলে হবেনা। আমাদের সজাগ থাকতে হবে।আগামী ৭ তারিখ পর্যন্ত আমাদের নিরলস পরিশ্রম করে যেতে হবে।
নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর,নৌকা হচ্ছে শেখ হাসিনার। নৌকা আমাদের ভালবাসার প্রতীক। নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ আমার আব্বু আলজাজ্ব রফিকুল আনোয়ারকে বারবার বিজয়ী করেছেন।
নৌকা মার্কায় ভোট দিয়ে আব্বুর মত আমাকেও বিজয়ী করার অনুরোধ করছি।
৩ জানুয়ারী নৌকা মার্কার সমর্থনে নানুপুর আবু সোবহান স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন,এম আবু তালেব চৌধুরী,আলহাজ্ব ফখরুল আনোয়ার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ গোলাফুর রহমানের,সাধারন সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী,আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের,সাদাত আনোয়ার সাদী,বখতেয়ার সাঈদ ইরান,আখতার উদ্দিন মাহমুদ পারভেজে,নাজিরহাট পৌরসভা মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী,সৈয়দ আব্দুল মন্নান,আব্দুল কাইয়ুম,চেয়ারম্যন হারুনুর রশীদ ইমন প্রমুখ।
নৌকা নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে চলছে: সনি

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন