১৫ জানুয়ারি ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায়’ গণতন্ত্রের বিজয় মঞ্চে মঞ্চস্থ হয়েছে নাটক ‘দুর্নিবার সোনার বাংলা’। সকাল ১১ টায় চবি বঙ্গবন্ধু চত্ত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশীথ শামীমের পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
নাটকে বর্তমান সরকারের উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রযাত্রা প্রভূতি বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার পর যেভাবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা থেমে গিয়েছিলো সে বিষয়টিও নাটকটিতে প্রাধান্য পায়। নাট্যানুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।