সংযুক্ত আরব আমিরাতে অবস্হানরত হাটহাজারী প্রবাসীদের সংগঠন “হাটহাজারী সমিতি-সংযুক্ত আরব আমিরাত” কর্তৃক আয়োজিত হালদা ফুটবল টুনার্মেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্টান গত পহেলা মার্চ অনুষ্টিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম। “অনুষ্টানে প্রধান অতিথি সুদূর প্রবাসের এই আয়োজনকে হাটহাজারীবাসীর মিলনমেলা হিসেবে আখ্যায়িত করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি হাটহাজারী সমিতি এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।যারা দীর্ঘ ১ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আজমান হুমায়েদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্ট পরিচালনা করে সফলতার সহিত পরিসমাপ্তি করেন।তিনি আরোও বলেন দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমী হাটহাজারীবাসীদের একত্রিত করেছে এই টুর্নামেন্ট।অত্র সুন্দর আয়োজনে নিজে উপস্হিত হতে পেরেছি বলে আমি অত্যন্ত আনন্দিত”। টুনার্মেন্ট এ হাটহাজারী থানার অন্তগর্ত মোট ১২ টি দল তথা ১০ টি ইউনিয়ন পরিষদ,হাটহাজারী পৌরসভা, ১নং দক্ষিন পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ড অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ট্রাইবেকারে ধলই ইউনিয়ন কে ৫-৩ গোলের হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ পাহাড়তলী সিটি দল। উক্ত খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়- দঃ পাহাড়তলী সিটি দলের অধিনায়ক জাহেদ পারভেজ। ৬টি গোল করে টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুষ্ককার অর্জন করেন দঃ পাহাড়তলী দলের মোহাম্মদ আকতার।সেরা গোলকিপার এর খেতাব অর্জন করেন ধলই ইউনিয়ন দলের গোলরক্ষক ফরহাদ হোসাইন খোকন। নাঙ্গলমোরা ইউনিয়ন টুর্নামেন্টের সুশৃঙ্খল দলের খেতাব অর্জন করেন। প্রধান অতিথির সাথে টুনার্মেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মামুন তালুকদার বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।পুরষ্কার গ্রহণ কালে দঃ পাহাড়তলী সিটি দলের ম্যানেজার এম.এ.হোসাইন খোকা অনুষ্টানে উপস্হিত টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি,সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, হাটহাজারী সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দ এবং বিশেষ করে দঃ পাহাড়তলী ওয়ার্ড এর দেশ-বিদেশের সমর্থক-শুভানুধ্যায়ী,পৃষ্ঠপোষক,সাপোর্টার সর্বোপরী সকল হাটহাজারীবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রতিবছর হাটহাজারীবাসীর এই মিলনমেলা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বিজয়ী দলের অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ তার বক্তব্যে বলেন দঃ পাহাড়তলী সিটির হয়ে আমার ক্যারিয়ারের প্রথম টুনার্মেন্ট এবং প্রথম শিরোপা তাও দেশের বাইরে এই আরব আমিরাতে – এই অনূভুতি আমার কাছে অবিস্মরনীয় হয়ে থাকবে আজীবন।আমাদের কে এত সাপোর্ট দেওয়ার জন্য দঃ পাহাড়তলী সিটি দল এবং আমাদের ওয়ার্ডের সকল বাসিন্দা,সমর্থক-শুভানুধ্যায়ীবৃন্দদের আন্তরিকভাবে ধন্যবাদ ।। রানারআপ দল ধলই ইউনিয়নের হাতে ট্রফি তুলে দেন সন্মানিত পৃষ্ঠপোষক কাবানা গ্রুফের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হালদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর অপরাজিত চ্যাম্পিয়ন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন