চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা দেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাড়ে তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এরপর শারীরিক চেকআপের জন্য ১৭ই ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান ফখরুল। তারপর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নেন।
কারামুক্তির পর থেকে রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশ নেননি ফখরুল। তবে গত ২৪শে ফেব্রুয়ারি গুলশানের একটি হোটেলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।
সর্বশেষ গত বছরের ২৪শে আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল।