বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন হযরত মুহামমদ ইয়াছিন আলী (রহঃ) প্রকাশ ইয়াছিন হাজি পরিবারের সন্তান, বৃটেন থেকে ডিগ্রি প্রাপ্ত, বাকলিয়া সরকারি কলেজের সাবেক সুযোগ্য জিএস এম মনছুর আলম।
মঙ্গলবার (১২ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটিতে এম মনছুর আলমকে মনোনীত করা হয়।
মনছুর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মনছুর আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জানিয়েছেন চটগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিসটার মনোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মনছুর আলম বলেন, ছাত্রলীগের রাজনীতি দিয়ে জীবন শুরু করেছিলাম। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকলেও মধ্যখানে দীর্ঘদিন কোন ধরনের পদপদবীতে ছিলাম না। দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাকে মূল্যায়ন করেছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই। >খবর বিজ্ঞপ্তির